নুর-ই-আলম সিদ্দিকী,কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ নাগেশ্বরীতে বিধবা ১ সন্তানের জননী (২৫)’কে ধর্ষণের অভিযোগে পলাতক রয়েছে ২ সন্তানের জনক আব্দুল হাই (সাদ্দাম) (৩০)। নিগৃহীত ঐ জননী (২৫) বাদী হয়ে ২৬/০৬/২১ ইং তারিখে কচাকাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুল হাই (সাদ্দাম) উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের চরকৃষ্ণপুর দোলাপাড়া গ্রামের বাসিন্দা আবু সাঈদ এর পুত্র । জানা যায়- নিগৃহীত ঐ মহিলাটি স্বামীর মৃত্যুর পর এক কন্যা সন্তান নিয়ে তার মায়ের বাড়ীতেই থাকত। বাড়ি পাশাপাশি হওয়ায় অভিযুুক্ত আব্দুল হাই (সাদ্দাম) তার একাকীত্বের সুুুুযোগ নিয়ে তাকে দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসতেছিলো। তার এই কু প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৪/০৬/২০২১ ইং রাত আনুমানিক ৯টার দিকে সে তার পার্শ্ববর্তী মামার বাড়ি থেকে তার শিশু কন্যা আনিছা খাতুনকে আনতে গেলে আব্দুল হাই তাকে অনুসরন করে পিছন থেকে এসে তার মুখ চেপে ধরে বাড়ীর পিছনে মোঃ হাবিবুর হাবি এর পাট ক্ষেতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে সে চিৎকার করলে আব্দুল হাই পালিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে কচাকাটা থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, নিগৃহীত মহিলাকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।