ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ
বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মুল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এর নেতৃত্বে ২৬ জুন বিকাল বেলা দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন রামপাড়া গ্রামস্থ আশ্রয়ণ প্রকল্প জনৈক শ্রী নন্দলাল এর বসত বাড়ীর দক্ষিণ-পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাঁজা- ২.৭০০ কেজি, মোবাইল- ০২ টি, সীমকার্ড – ০২ টি, মেমোরী কার্ড-০১ টি, ৬০০-টাকাসহ মাদক ব্যবসায়ী আসামী রামপাড়া গ্রামের আসাদ আলী ছেলে মোঃ এরশাদ আলী (৩৮), মারুপাড়া গ্রামের আব্দুল্লাহর মিয়ার ছেলে আসাদুজ্জামান (২৮), উভয় থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুরদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তী গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।