নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বিদেশী পিস্তল সহ আলতাফ হোসেন ওরফে ভোলন (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। সে উপজেলার নগর ইউনিয়নের কয়েনবাজার এলাকার আবুল হোসেনের ছেলে।
র্যাব-৫, নাটোর কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রামের নগর দোগাছি গ্রামে অভিযান চালিয়ে ১টি ম্যাগজিন ও ১টি বিদেশী পিস্তল সহ ভোলনকে হাতে-নাতে আটক করা হয়। সে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করার পর শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।