কুড়িগ্রাম প্রতিনিধিঃ
চিলমারীতে বাক প্রতিবন্ধী শিশু (০৫) ফাহিমকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন পুলিশ
জানাযায়,কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের নয়াবাড়ী ডাওয়াইটারী গ্রামের মো.নুর বক্তর মেয়ে মোছাঃ নুর ফাতেমা (৩৫) এর সাথে রমনা ইউনিয়নের বেলের ভিটা
এলাকার মৃত্যু শহর উল্লাহ শেখের পুত্র আব্দুল মান্নান মন্টু (৪২)এর সাথে কয়েক বছর আগে বিয়ে হয় এতে তাদের ঘরে একটি ফুট ফুটে সন্তান জন্ম নেয়। জন্ম নেয়ার পর তাদের সংসারে প্রায় সময় তাদের পারিবারিক ঝগড়া বিবাদ লেগেই থাকতো এক পর্যাযে শনিবার দুপুরে নুর ফাতেমা (৩৫)এর স্বামী আব্দুল মান্নানের সাথে ঝগড়া বাঁধে এরই এক পর্যায়ে তাদের সন্তান মো.ফাহিম( ০৫) এর বাবা মায়ের নিকট না আসতে না দিলে স্ত্রী মোছাঃ নুর ফাতেমা বেগম (৩৫)তার কাছে সন্তানকে ফিরিয়ে দিতে রবিবার চিলমারী মডেল থানায় একটি অভিযোগ করলে রাতেই চিলমারী মডেল থানার এসআই মোঃ ইসমাইল হোসেন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল বেলেরভিটা গ্রামে উপস্থিত হয়ে বাক প্রতিবন্ধী শিশু ফাহিম(০৫) কে তার পিতার নিকট থেকে ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে শিশুটিকে উদ্ধার করে চিলমারী মডেল থানায় নিয়ে এসে তার মাকে ফিয়িয়ে দেয়া হয়। মাকে কাছে পেয়ে বাক প্রতিবন্ধী শিশুটি আনন্দে আত্নহারা হয়ে পরেন।