মো জহুরুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় নামে-বেনামে বেশ কিছু ভোজ্য তেল কোম্পানি কম ওজনে বেশি মূল্যে তেল প্যাকেটজাত ও বাজারজাতকরণ করে ভোক্তা সাধারণের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে।

উপজেলার ডোমার বাজার, উপজেলা মোড়, বোড়াগাড়ি ও গোমনাতি সহ বিভিন্ন হাট-বাজারে সঠিক পরিমাপ ব্যতীত বিক্রয় করা হচ্ছে।

নামি-দামি কোম্পানির (যেমনঃ ডলফিন, রূপচাঁদা, চমৎকার ইত্যাদি) বোতলজাতকৃত ভোজ্য তেলের ওজন প্রতি লিটারর গ্রাম অনুযায়ী ৯০৪-৯১৪ গ্রাম সঠিক। তবে রূপসা, পাইলট, চমক, নিউ আলিফ, স্টার, নাইছ, নিউ মদিনা, চয়েস ইত্যাদি কোম্পানির বোতলজাতকৃত ভোজ্য তেলের সঠিক পরিমাপ নেই। এতে বিরুপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভোক্তা সাধারণের।

নিয়মানুযায়ী প্রতি লিটার বোতলজাত ভোজ্য তেলের ওজন স্কেলে ৯০৩ গ্রাম থেকে ৯০৪ গ্রাম থাকার কথা থাকলেও কিছু কিছু কোম্পানির বাজারজাতকৃত বোতলজাত ভোজ্য তেলের ওজন ৮০৫ গ্রাম বা এর চেয়েও কম। যা প্রতি লিটারে ১০০ মিলিলিটার কম। যার বর্তমান বাজার মূল্য মাত্র ১২/- (বারো) টাকা।

এবিষয়ে হাট-বাজার পরিদর্শনকারী উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান জানান, পরিদর্শনকালে গ্রামগঞ্জের হাট-বাজারে এমন অসঙ্গতি দেখতে পাই। কিছু কিছু কোম্পানির বোতলজাত ভোজ্য তেলের ওজন প্রতি লিটারে ১০০ মিলিলিটার কম। সকল মুদি দোকানদারকে ভোক্তা সাধারণের নিকট সঠিক পরিমাণের বোতলজাত কৃত ভোজ্য তেল সংরক্ষণ ও বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন