আরিফুল ইসলাম জয়,ভুরুঙ্গামারী থেকেঃ

করোনা সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত ১ সপ্তাহব্যাপী লকডাউনের ২য় দিনে ভূরুঙ্গামারী উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার বঙ্গ সোনাহাট, শিলখুড়ী, তিলাই, জয়মনিরহাট, আন্ধারীঝার, সদর ইউনিয়ন এলাকায় লকডাউন কার্যকরে অভিযান পরিচালনা করেছে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দিপক কুমার দেব শর্মা। এসময় সরকারি নির্দেশ অমান্য করে অহেতুক বাইরে ঘোরাফেরা করা সহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতে বাংলাদেশ দন্ডবিধি বিভিন্ন ধারায় ১৫ টি মামলায় ৩২’শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া জনগণকে সচেতন করতে ও করোনা সংক্রমন প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পাশাপাশি ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা উক্ত প্রচারনা অভিযানে অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার দিপক কুমার দেব শর্মা ও সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং জনসাধারনকে সচেতন করে।

এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলা ইউএনও অফিসের অফিস সহকারী মজুরুল ইসলাম, সহ বিজিবি, পুলিস সদস্য, আনছার সদস্য ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার উপস্থিত থেকে সহযোগীতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *