ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভূরুঙ্গামারীতে লকডাউন সফল করতে ও বাধ্যতা মূলক মাস্ক ব্যবহারে কঠোর অবস্থানে ভূরুঙ্গামারী থানা পুলিশ,বিজিবি ও উপজেলা প্রশাসন। আজ লকডাউনের ৪র্থ দিনে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ভূরুঙ্গামারী উপজেলার প্রধান প্রধান শহর গুলোতে পুলিশ টহল জোরদার, বিজিবির কঠোর নজরদারী চলছে।তাছাড়া জনগনকে যেখানে সেখানে অযথা ঘোরাফেরা না করার জন্য উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্বেচ্ছা সেবক সংগঠন গুলোর মাইকিং অব্যহত রয়েেেছ। উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। ভ্রাম্যমান আদালত লকডাউন না মানায় ৩ দিনে ৩৭ টি মামলায় মোট ১০,৭৪০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও এসিল্যাড জাহাঙ্গীর আলম উপজেলার পাইকের ছড়া,চর ভূরুঙ্গামারী,বঙ্গ সোনাহাট, শিলখুড়ী, তিলাই, জয়মনিরহাট, আন্ধারীঝাড় ইউনিয়নের বিভিন্ন স্থানে এই মোবাইল কোট পরিচালনা করেন।বিজিবি, পুলিশ বাহিনী, আনসার, ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার এ সময় উপস্থিত ছিলেন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান,লকডাউন চলাকালীন এসব কর্মসূচী অব্যাহত থাকবে।