মৌলভীবাজার প্রতিনিধিঃ সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সনদ পেলেন মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহা (পিপিএম)।সম্প্রতি বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সিলেট মোহাম্মদ মিজানুর রহমান (পিপিএম) এর কাছ থেকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সনদ গ্রহন করেন সামসুদ্দোহা (পিপিএম । এসময় বিভাগীয় উর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিভাগীয় পুলিশ দপ্তর থেকে জানা যায়, আইনসৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাঁকে এ সনদ প্রদান করা হয়েছে। এক প্রতিক্রিয়ায় দক্ষ এ পুলিশ কর্মকর্তা মো.সামসুদ্দোহা পিপিএম জানান,এ সনদ পাওয়ায় তিনি আরও উৎসাহিত হয়েছেন। সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আগামীতে যাতে দেশ সেরা পুলিশ কর্মকর্তা হতে পারেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।উল্লেখ্য,এর আগে রাজনগর থানায় দায়িত্ব পালনকালে ওসি সামসুদ্দোহা (পিপিএম) দলবল নির্বিশেষে সকল পেশাজীবি মানুসের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক গড়ে সকলের হৃদয়ে পুলিশী আস্থা ফিরিয়ে এনেছিলেন। রাজনগরের সরকার দল আওয়ামীলিগ ও বিরোধী দল বিএনপি,র উপজেলা নেতৃবৃন্দের দাবী রাজনগরের আইন-শৃংখলার উন্নতির জন্যে ওসি সামসুদ্দোহা (পিপিএম) কে পুণরায় রাজনগরে বদলী করা হোক।