স্টাফ রিপোর্টার: সোহেল রানা
কুমিল্লার পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ (পিপিএম বার) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গৌরিপুর ঈশা খা পাম্প সংলগ্ন মহাসড়কে চলন্ত অটো রিকশা থেকে ১০ কেজি গাজা সহ একজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেন দাউদকান্দি-চান্দিনা সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ জুয়েল রানা। উক্ত মাদক ব্যবসায়ীর নাম সাকের আলী (৫০) পিতাঃ গফুর ব্যাপারী সাং চান্দিনা ।
অভিযান বিষয়ে সার্কেল এএসপি মোঃ জুয়েল রানা জানান, গোয়েন্দা তথ্য মতে এই গাজা চৌদ্দগ্রাম থেকে চান্দিনা নিয়ে আসে চান্দিনার এক মাদক ব্যবসায়ী, উক্ত ব্যবসায়ী চান্দিনা থেকে দাউদকান্দির শহীদনগরে অন্য মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করতেছিলেন। এ বিষয়ে দাউদকান্দি থানায় মাদক আইনে মামলা রুজু করা হবে এবং জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হবে। পাশাপাশি পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, গৌরিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম, এসআই ফারুক হোসেন, এসআই রাজিব।