মোঃ মজিবর রহমান,নাগেশ্বরী ঃ
কুড়িগ্রামের সদর উপজেলার ধরলা নদীর তীরে আজ ৩০শে জুলাই সকাল ৯টায় উত্তর কুমোরপুর উচ্চ বিদ্যালয় প্রাঁঙ্গনে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,আটা,ডাল,তেল,লবণ ও সাবান । ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্থ রংপুর সেনা নিবাসে অবস্থিত ৭২পদাতিক ব্রিগেড এর অন্তর্গত ৩০বীর ব্যাটালিয়ন এই বিতরন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব সালমান। তিনি জানান,চলমান লকডাউন পরিস্থিতিতে কুড়িগ্রামের অসহায় ও দুঃস্থ মানুষদের সাহায্য প্রদানের উদ্দেশ্যে সেনা সদস্যদের নিজস্ব রেশন থেকে এই ত্রাণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় সেনা বাহিনী তাদের এ ধরনের জনকল্যান ও মানবসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তিনি মত প্রকাশ করেন। সামাজিক দুরুত্ব বজায় রেখে এবং কোভিড প্রটোকল অনুসরন করে অনুষ্ঠিত এই ত্রাণ বিতরন কার্যক্রমের দায়িত্বে ছিলেন ক্যাম্প জেসিও,সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহাবুবুল মোর্শেদ। এছাড়াও চলমান লকডাউন বাস্তবায়নে কুড়িগ্রাম জেলায় কঠোর ও দৃঢ় অবস্থানে সেনাবাহিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *