আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম।
কুড়িগ্রামে পৌরবাজারের বিভিন্ন চায়ের দোকানে বসে মোবাইলে (এন্ড্রয়েড সেটে) অনলাইন পাবজি গেম খেলা অবস্থায় আসক্ত ১১ শিক্ষাথর্ীকে আটক করেছে সদর থানা পুলিশ।শনিবার দুপুরে পৌরবাজারের নজরুল ইসলামের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পরে তাদের অভিভাবকের জিম্মায় বিকেলে মুচলেকা দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ ও বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান,লকডাউনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অবসরে বই নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে থাকার কথা থাকলেও অধিকাংশ শিক্ষার্থীরা মোবাইল ফোনে প্রতিদিন অনলাইন পাবজি গেমসহ নানা গেমে আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকদের নজরদারি এড়াতে বাড়ি ছেড়ে বিভিন্ন মোড় কিংবা চায়ের দোকানে বসে এসব শিক্ষার্থীরা গেম খেলে।পরে খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে কুড়িগ্রাম শহরের পৌর বাজারের পশ্চিম প্রান্তে জনৈক নজরুল ইসলামের চায়ের দোকান থেকে মোবাইলে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলারত অবস্থায় ১১ তরুণ শিক্ষার্থীকে আটক করে।এদের অধিকাংশ এসএসসি,এইচএসসি পরীক্ষার্থী ও স্নাতক পড়ুয়া
শিক্ষার্থী। পরে প্রত্যেকের অভিভাবকদের ডেকে নিয়ে তাদের জিম্মায় ওই শিক্ষার্থীদের ছেড়ে দেয় পুলিশ।সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মো. শাহরিয়ার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লিখিত অঙ্গীকারনামা নিয়ে আটক শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।