ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা কার্যক্রম সফল করতে করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে প্রত্যন্ত জনপদের মানুষের ভ্যাকসিন নিবন্ধনে কাজ করছে করোনা কালীন সময়ের কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একমাত্র
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডোনেট ফর ভূরুঙ্গামারী’।
সংগঠনটির প্রায় দেড় শতাধিক ভলান্টিয়ার সমগ্র উপজেলা জুড়ে নিবন্ধন কার্যক্রম পরিচালনার সাথে যুক্ত রয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে সংগঠনটি নিবন্ধন কার্যক্রম পরিচলনা করছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আশিকুর রহমান আশিক জানান, এক সপ্তাহ ধরে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া বৃহস্পতিবার উপজেলার চর-ভূরুঙ্গামারী উচ্চ বিদ্যালয় মাঠে ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়েছে। যা আজ শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে।