ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ৫/আগস্ট
জয়পুরহাটের পাঁচবিবিতে, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, আবহানী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। ৫ আগস্ট সকাল ১০ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে শহীদ শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেওয়া হয় এর পড়ে বাদ যোহর পাঁচবিবি বাইতুন নূর জামে মসজিদে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়। এই সময় উক্ত অনুষ্ঠানে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এর আহবানে ও পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।