মো: নাজমুল হুদা মানিক ॥
শোকাবহ আগষ্ট ২০২১ পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসুচী ঘোষনা করা হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ৫ই আগষ্ট সকাল ৯টায় রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম প্রাঙ্গনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন করা হয়। জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, ডক্টর সামীউল আলম লিটন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফকরুল, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক, সম্মানিত সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ, এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাজ্জাদ হোসেন শাহীন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব ব্যানেরে শেখ কামালের জন্মবার্ষিকী পালন বরে। ৮ই আগষ্ট সকাল ১০টায় টাউনহল প্রাঙ্গনে বঙ্গমাতা মুজিবের জন্মদিন পালন করা হবে। ১৫ই আগষ্ট সকাল ১০টায় টাউনহল প্রাঙ্গনে পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন, মসজিদে দোয়া মাহফিল, অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, অসহায় দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরন করা হবে। ১৬ই আগষ্ট সকাল ১০টায় টাউনহল প্রাঙ্গনে শোকাবহ ১৫ই আগষ্টের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৭ই আগষ্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে সকাল ১০টায় টাউনহল প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। ২১ শে আগষ্ট নারকীয় গ্রেনেট হামলা দিবস উপলক্ষে সকাল ১০টায় টাউনহল প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আলহাজ¦ জহিরুল হক খোকা অনুষ্ঠান সমুহে সভাপতিত্ব করবেন। যথাযথ ভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কর্মসুচীগুলি পালন করার জন্য ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল এ তথ্য জানিয়েছেন।