কুড়িগ্রাম প্রতিনিধি
জাতীয় জরুরী সেবা- ৯৯৯ এর মাধ্যমে সম্মানিত কলারের সংবাদের ভিত্তিতে কাঁঠালবাড়ি এলাকা হতে মানসিক প্রতিবন্ধী শিশু তামিম (১২) কে উদ্ধার করে থানায় আনা হয়। উক্ত শিশুটি ঠিকানা বলতে শুধু পাঁচপীর উলিপুর বলতে পারে, এছাড়া আর কোন তথ্য দিতে পারে না , এমতাবস্থায় কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ারের নির্দেশক্রমে পুলিশ খুবই দ্রুততম সময়ে তার আত্মীয়ের সন্ধ্যান করে, পরবর্তীতে তার মায়ের সন্ধ্যান পাওয়া গেলে, থানায় শিশুটিকে তার মায়ের কাছে প্রদান করা হয়।
শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিতে সহায়তাকারী সকলকে কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ধন্যবাদ জানিয়েছেন।