ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে করোনা ভাইরাসের টীকা দান কার্যক্রম শুরু হয়েছে।আজ শনিবার (৭ আগষ্ট) উপজেলার ৬ ইউনিয়নের ৬টি কেন্দ্রে আগামীকাল রবিবার (৮ আগষ্ট) ৪ টি ইউনিয়নে টীকা দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
শনিবার সকালে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টীকা দান কার্যক্রমের মধ্য দিয়ে জনসাধারনের মাঝে টীকা দেওয়া শুরু হয়।এ সময় উপস্হিত ছিলেন ইঊপি চেয়ারম্যান এটিএম ফজলুল হক ইউনিয়ন স্বাস্হ্য কেন্দ্রের ঊপ সহকারী মেডিকেল অফিসার ডা: শাহাদুজজামান প্রধান পুলিশের এসআই মো: গাবুর আলী, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, স্বাস্হ্য পরিদর্শক (অব:) এসএম ওবায়দুল হক রাখু উপ সহকারি কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মোজাম্মেল হক আওয়ামীলীগ নেতা এনামুল হক রোকন, যুবলীগ সভাপতি নজরুল ইসলাম,ইউপি সদস্য ও বিভিন্ন ওয়ার্ড,ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সদস্য,আনসার ও গ্রাম পুলিশ সদস্য বৃন্দ ও বিভিন্ন মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএসএম সায়েম বলেন ভূরুঙ্গামারী উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে আজ শনিবার ৬ টি ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডে ৬০০ ও আগামীকাল ৪ টি ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডে ৬০০ জনকে টীকা দেওয়া হবে।যেগুলো ওয়ার্ড বাকী থাকছে সে বিষয়ে তারিখ ও সময় পরে জানিয়ে দেয়া হবে।