ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি:
আগস্ট দুপুরে পাঁচবিবি উপজেলার কাদের পাড়া কাদেরিয়া মসজিদের ঘর নির্মাণ কল্পে ইট দান করেন সাবেক এমপি মরহুম ডাক্তার সাইদুর রহমানের ছেলে লিটু। তাহার মায়ের গচ্ছিত আমানত থেকে কাদেরপাড়া মসজিদে পঁাচ হাজার ইট দান করা হয়। ইট প্রদান করার সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ এর সভাপতি এসকে হক, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক আবু সাইদ আল মাহমুদ চন্দন গ্র্যান্ড ফুড এর সত্তাধিকারী তাজ প্রমুখ এবং মসজিদ কমিটির সদস্যবৃন্দ। পরে ৫০০০ ইটের মেমো মসজিদ কমিটির হাতে তুলে দেন সাবেক এমপি মরহুম ডাক্তার সাইদুর রহমানের ছেলে লিটু। মসজিদে ইট প্রদান করায় এসময় মুসুল্লীরা দোয়া খায়ের পড়েন।