জামালপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। শুক্রবার বাদ জুম্মা স্টেশন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সহ-দপ্তর সম্পাদক গাউছুল আজম শাহীন ও শহর বিএনপির সদস্য সচিব শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ। আলোচনা সভা শেষে বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার সালাম তালুকদারের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।