এস.এম.রকিঃ
শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ স্লোগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে দিনাজপুরের চিরিরবন্দরে এবি ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০আগস্ট) সকালে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান, দেশবরেণ্য অর্থপেডিক সার্জন ও সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক প্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ইছামতি ফাযিল মাদরাসার দাতা সদস্য ও সমাজসেবক মকবুল হোসেন শাহ ও সঞ্চালনা করেন আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক রনজিৎ রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, জেলা পরিষদের সদস্য ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রফিকুল ইসলাম, খানসামা উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন বাবলু, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, এবি ফাউন্ডেশনের সদস্য শামসুল হক মন্ডল, জয়ন্ত রায়, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আলী মন্ডল, সাইতাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজহার আলী দুলাল ও বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক মানুষ।
স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেন বলেন, ‘ইতিহাস বিকৃত করে বঙ্গবন্ধুকে মুছে ফেলা কখনও সম্ভব নয় কেননা বঙ্গবন্ধু, বাঙালির মুক্তিসংগ্রাম, স্বাধীন বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বাঙালির হাজার বছরের মুক্তি সংগ্রামের পূর্ণতা এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে। তাই বঙ্গবন্ধু চিরঞ্জীব বাঙালির হৃদয়ে।’ তিনি আরো বলেন, এ শোক বিশ্বের বিবেকবান মানুষের শোকের দিন। সহস্র বছর পরেও বাংলাদেশ থাকলে এ শোকের দিন ফিরে আসবে। আজ আমরা সবাই সংযুক্ত হয়েছি শোককে শক্তিতে পরিণত করতে। আজ আমাদের শপথের দিন, ঘুরে দাঁড়াবার দিন। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ি।