শেখ সাইফুল ইসলাম কবির :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বিশারীঘাটা খালের উপরের ঝুঁকিপূর্ণ সেতুটি যে কোন সময় ভেঙ্গে পড়তে পরে । জনসাধারণের চলাচলা বন্ধ করা না হলে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা ।
মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিশারীঘাটা – বাদুরতলা গ্রামের সংযোগ সেতুটি দীর্ঘ প্রায় ১ বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এ সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক, যাত্রীবাহী যানবাহন ও শিক্ষার্থীরা চলাচল করে। সেতুর একপাড়ে রয়েছে ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ বিশারীঘাটা বাজার ও অপরপাড়ে রয়েছে বাদুরতলা বাজার । রয়েছে ইউনিয়য়ন পরিষদ, বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ব্যবসায়ীক কারনে এ সেতু দিয়ে দুই বাজার সহ আশপাশের লোকজন সকাল থেকে রাত অবধি চলাচল করে । ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান,ঝুঁকি রোধে যান চলাচলা বন্ধ রয়েছে। ইতোপূর্বে বিকল্প হিসেবে বাঁশের সাকোঁ দেয়া হয়েছিল । তাও বন্যায় ভেসে গেছে।
ইউপি চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী জানান, সেতুটি নির্মানে এলজিআরডি দপ্তরে আবেদন প্রেক্ষিতে সয়েল টেষ্টও সম্পন্ন হয়েছে। এখন শুধু টেন্ডারের অপেক্ষায় রয়েছে।
উপজেলা সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম , সয়েল টেষ্ট সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুমোদন সাপেক্ষে টেন্ডার আহবান করা হবে।