রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

রাজীবপুর উপজেলার মাঠ পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মাদক সহ রইছ মিয়া(২৮) নামের একজনকে আটক করেছে থানা পুলিশের একটি দল।

বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রইছের বাড়িতে অভিযান পরিচালনা করে রাজীবপুর থানা পুলিশের একটি দল।এসময় তার ঘরের ভিতর লুকানো অবস্থায় ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত রইছ মাঠ পাড়া গ্রামের করিম মিয়ার পুত্র।

আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম।

একই রাতে রৌমারী থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃরাজু রহমান (২৮)নামের একজনকে আটক করা হয়েছে।রাজু পাশ্ববর্তী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দরগার পাড় এলাকার হাসান আলীর পুত্র।

আটকের সময় তার শরীরে তল্লাশি করলে ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

অপর আরেকটি অভিযানে নূর আলম(৩৭) নামের একজনকে মাদক সহ আটক করা হয়েছে।এসম তার কাছ থেকে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। নূর আলমের বাড়ি রৌমারী উপজেলার বড়াইকান্দি গ্রামে।তার পিতার নাম আজিজুর রহমান

আটককৃত দুই জনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা করে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করেছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ মাদক সহ দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *