লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ময়লার নর্দমার পানিতে ডুবে লিমন ইসলাম (০৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৭ আগস্ট) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, সকালে বাড়ির পাশে উঠানে খেলা করছিল শিশু লিমন।
এ সময় উঠানের পাশে থাকা গরুর বর্জের নর্দমায় পড়ে ডুবে যায় সে। বাড়ির লোকজন তাকে কিছুক্ষণ খোঁজাখুজির পর গরুর বর্জের নর্দমা থেকে তার মরদেহ উদ্ধার করে।