ফুলবাড়ী প্রতিনিধি
জেলার ফুলবাড়ী উপজেলার চাঁদের বাজারের উত্তরে একটি বাঁশঝাড় থেকে শহিদুল ইসলাম (৩২) নামে এক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ আগষ্ট) দুপুরে ওই বাঁশঝাড়ে একটি মেহগনি গাছে ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত শহিদুল ইসলাম নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নওদা পাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।জানাগেছে, দীর্ঘদিন থেকে হার্নিয়া রোগে ভুগছিল ভারসাম্যহীন ওই যুবক। ভারসাম্যহীন বলে পরিবারের পক্ষ থেকে বাড়ীতে বেঁধে রাখা হত। সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় যেত ওই যুবক।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।