তৈয়বুর রহমান কুড়িগ্রাম :
জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মৎস ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দুর করি- এ শ্লোগানকে ২০২১ সালের মৎস সপ্তাহের মুল প্রতিপাদ্য হিসেবে তুলে ধরেন জেলা মৎস কর্মকর্তা কৃষিবিদ কালিপদ রায়। এসময় মৎস বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগন উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আজ জেলার উলিপুর ও ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের হল রুমে মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরে, মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তাগণ। উল্লেখ্য ২৮ আগষ্ট থেকে ০৩ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিন ব্যাপী জেলায় জাতীয় মৎস সপ্তাহ পালিত হচ্ছে। এসময় বিভিন্ন জলাশয়ে সরকারিভাবে পোনা অবমুক্ত করা হবে।