ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
চলমান মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের পৃথক মাদকঅভিযানে ২৩ কেজি ১শ গ্রাম গাঁজা এবং ৩০ বোতলস্কাফ মাদকসহ-মোট ৩চোরাকারবারি আটক হয়েছে। শনিবার সকালে আটককৃতদের কুড়িগ্রাম জেলহাজতে
পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী গ্রামের মৃতময়েজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৫০), ফুলবাড়ী সদর ইউনিয়নেরপানিমাছকুটি গ্রামের আঃ হান্নানের ছেলে লাভলু(২৭)ও রংপুরজেলার কাউনিয়া
উপজেলার হরিশ্বর গ্রামের হায়দার আলীর ছেলে শরিফ হোসেন (২৪)।
জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ,দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ী থেকে গাঁজা গুলো উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করে। অন্যদিকে একই রাতে ফুলবাড়ী টু
বালারহাট সড়ক (কদমতলা)এলাকায় শরিফ হোসেনকে, এবং নিজ বাড়ী থেকে লাভলু মিয়াকে স্কাফ মাদকসহ-আটক করে ফুলবাড়ী থানা পুলিশের অপর একটি অভিযানিক দল।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *