কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা মৎস্য বিভাগের আয়োজনে জেলা কার্যালয়ে ২৮ আগস্ট’২১ইং শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকরা অংশ নেয়। এ সময় কুড়িগ্রাম জেলায় মৎস্য বিভাগের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিস্তারিত ফিরিস্তি সাংবাদিকদের সামনে তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা। জেলায় চলতি ২০২০-২১ অর্থ বছরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৪ কোটি ৪৪ লক্ষ ৯৮ হাজার ৭’শ টাকা ব্যয়ে প্রাতিষ্ঠানিক পুকুর ৮টি, বরোপিট পুনঃখনন ২৩টি ও ১০টি বিল পুনঃখনন করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে ২৬টি ব্যাচে ৪’শ ৭২ জন নারী-পুরুষ মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান, ১০টি কার্প জাতীয় মিশ্র চাষ, ৫টি কার্প নার্সারী, ৭টি পাঙ্গাশ কার্প মিশ্র চাষ, ১১টি পাবদা, গুলসা কার্প মিশ্র চাষ, ১০টি কই, শিং, মাগুর চাষ, ৬টি গলদা কার্প মিশ্র চাষ প্রদর্শনী করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ২১ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে মৎস্য উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। রংপুর বিভাগ মৎস্য উন্নয়ন (২য় সংশোধিত প্রকল্পের আওতায় ২৪ লক্ষ ৮১ হাজার টাকা ব্যয়ে মৎস্য উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। পায়রাডাঙ্গা বিল নার্সারী পুকুর পুনঃখনন ৩টি অংশ একত্রে এ প্রকল্পের আওতায় পুনঃখনন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন। এ সময় তিনি আরো জানায়, কুড়িগ্রাম জেলায় মৎস্য সেক্টরে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা করছে মৎস্য বিভাগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদুর প্রসারী পরিকল্পনার মাধ্যমে মৎস্য সেক্টরে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় সারাদেশে মৎস্য সেক্টরের কর্মকর্তা-কর্মচারীরা মৎস্য সেক্টরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কুড়িগ্রাম জেলা মৎস্য বিভাগের ৩টি প্রকল্পের আওতায় ৯ উপজেলায় মৎস্য সেক্টরে প্রায় ৫ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *