মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি: আসছে চমক তারার ওয়েব ফিল্ম মাফিয়া। সম্প্রতি এর শুটিং সম্পন্ন হয়। আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘মাফিয়া’। শাপলা মিডিয়ার ব্যানারে এই ওয়েব ফিল্ম নির্মাণ করছেন শাহিন সুমন।
এই আইটেম সং এ আরো অভিনয় করেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন।এবং ড্যান্স ডিরেক্টের ছিলেন সাইফ খান কালু । এ প্রসঙ্গে চমক তারা বলেন, এই ওয়েব ফিল্মটিতে কাজ করে আমার খুব ভালো লেগেছে । আমি এই কাজটি নিয়ে খুব আশাবাদী । আমার বিশ্বাস দর্শকরাও খুব আনন্দ পাবে ।
এ বছরের আলোচিত কাজের একটি “মাফিয়া”। আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্মের সাজানো হয়েছে ১৫০ পর্বে। মানিকগঞ্জের ফিল্ম ভ্যালি রিসোর্টসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে আলোচিত এই ওয়েব ফিল্মের দৃশ্যধারণের কাজ।
মাফিয়ার মাধ্যমে প্রথমবার মাহির সাথে জুটি হয়ে আসছেন অভিনয়শিল্পী ইমন। আরো দেখা যাবে মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন,জাহিদ হাসান, শ্যামল মাওলা, আঁচল ও চমক তারাসহ একঝাঁক অভিনয় শিল্পীকে।