বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জেলা পুলিশের নির্দেশনায় বিশেষ অভিযান,মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করার সময় গত রবিবার বিকাল ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সন্তোষপুর সাতানীপাড়া হতে ফারাজীটারীগামী রাস্তা হতে এসআই সাইফুল,এস আই সহিজল,এসআই শাহিন আহম্মদের নেতৃত্বে থানা পুলিশটীম একটি ১২৫ সিসি বাজাজ মোটর সাইকেল ও ৫কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ রামখানা ইউনিয়নের রামখানা দীঘিরপাড় নামক গ্রামের মৃত আজমত আলীর পুত্র মহির উদ্দিন মহু(৩৪)কে এবং একই দিনে এস আই সহিজল,এসআই শাহিন আহম্মদের নেতৃত্বে একই ইউনিয়নের পশ্চিম রামখানা দীঘিরপাড় পঞ্চায়েতটারী গ্রামের মৃত মন্টু মিয়ার স্ত্রী মোছাঃ রাশিদা বেগম(৩৯)কে তার রান্নাঘরে রাখা কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। নাগেশ্বরী থানার ওসি নাবিউল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক আইনে মামলা দায়ের করে আজ সোমবার বিজ্ঞ আদালতে জেলহাজতে প্রেরণ করা হবে।