এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০ লক্ষ টাকা ব্যয়ে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮সেপ্টম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের হাতে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর অর্থায়নে ও উপজেলা পরিষদ বাস্তবায়নে স্থাপিত আধুনিক সৌর প্যানেল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও ইউএনও কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার ডা.নারায়ণ চন্দ্র রায় জয়, ডা.নুর ফারিয়া আইরিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর হেলেনা খাতুন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন