কুড়িগ্রাম প্রতিনিধিঃ

‘তথ্য আমার অধিকার-জানা আছে কি সবার’-এ প্রতিপাদ্য এবং ‘‘তথ্য আমার অধিকার, জানতে হবে সবার”- এ শ্লো্গানকে সামনে রেখে জেলা প্রশাসন কুড়িগ্রাম ও সচেতন নাগরিক কমিটি সনাক এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০২১ পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) জিলুফা সুলতানা, পৌর মেয়র কাজিউল ইসলাম ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার প্রমুখ।
সভার শুরুতেই তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে সকলকে আইনটি সম্পর্কে ধারনা দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার জনাব অভিজিত চৌধুরী।
এরপর জেলা তথ্য বাতায়নের বর্তমান অবস্থা পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোর্ডিনেটর সৌমেন দাস।এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম তথ্য বাতায়নে প্রাপ্ত ঘাটতিগুলো দপ্তর অনুযায়ী আলোচনা করেন এবং দ্রুত প্রতিটি দপ্তরকে তথ্যগুলো তথ্য বাতায়নে হালনাগাদ করার নির্দেশনা দেন।আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন