রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। শুক্রবার ভোর রাতে রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন,সুলতান মাহমুদ(৩৮), শাহিনা বেগম(৩২),এফাজ উদ্দিন(৪২), ছলিম উদ্দিন(৩২), এবং আমিনুল(৩৫) ও সোনামিয়া(৩২)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে জমির মালিক সুলতান মাহমুদ।
থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল সুলতান ও আনছের আলীর। সম্প্রতি সুলতান ওই জমিতে একটি ঘর তোলার জন্য সিমেন্টের খুটি ও কাঠ দিয়ে ঘরের কাঠামো তৈরি করে। এতে বাঁধা দিয়ে রাতের আঁধারে দলবদ্ধ ভাবে গিয়ে ওই ঘরের কাঠামোর ভিতর টিনের চালা নির্মান করে প্রতিবেশি আনছের আলী।এনিয়ে উভয়পক্ষের বাগবিতণ্ডা হয়।
খবর পেয়ে রাজীবপুরে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে আনছের ও সুলতান’কে ঘর নির্মান করতে নিষেধ করে। এবং পরিস্থিতি শান্ত করে চলে আসে।
শুক্রবার ভোর রাতে আনছের আলী দলবল নিয়ে সুলতানের বসতবাড়িতে হামলা চালায়।এসময় তার স্ত্রীকে মারপিট করা হয়।তাদের উদ্ধার করতে আসা প্রতিবেশি সহ উভয় পক্ষের ৬ জন আহত হয়।পরে এলাকাবাসীর সহায়তায় আহতরা রাজীবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি হয়।
এঘটনায় সুলতান বাদি হয়ে আনছের আলী(৫৫),আমিনুল ইসলাম(৩৫), সোনামিয়া(৩২),বকুল হোসেন(২৫),আবুল কালাম(২৮),রবিয়াল হোসেন(৩৬),ছমের আলী(৩৪),জাহিদুল ইসলাম(২৭),মাইদুল ইসলাম(২৪),আজগর আলী(৬০),আকছেদ আলী(৫৮),আবুশামা(৪৮),রহিজল হক(৪৫),আমেনা(৫০),জেলেখা বেগম(৩২),মনোয়ারা বেগম(২২),সাবিনা খাতুন(২৭),শাহজামাল(৪৩) এর নাম উল্লেখ করে রাজীবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এঘটনার সত্যতা ও জমির প্রকৃত মালিকের তথ্য জানার জন্য আজগর ও মাইদুল নামের দুই জনকে নিজেদের হেফাজতে নিয়েছে রাজীবপুরে থানা পুলিশ।
বিরোধপূর্ণ এই জমির মূল মালিক কে এবিষয়ে জানতে চাইলে স্থানীয় অধিবাসী শাহার আলী বলেন, জমিটি আসলে সুলতানের।আনছের আলী জোড় করে দখল করতে চায় জমিটি। জমি নিয়ে তাদের বিরোধ চলছে অনেকদিন থেকে।
হাসপাতালে চিকিৎসাধীন,সুলতান সাংবাদিকদের বলেন,প্রতিবেশিরা না এগিয়ে আসলে হয়ত আমাদের আজ মেরেই ফেলতো। আমাদের বাঁচাতে এসে কয়েকজন আহত হয়েছে সবাই হাসপাতালে চিকিৎসা নিয়েছে।তিনি আরও বলেন তার জমি পায়তারা করে দখল করার চেষ্টা করছে আজগর।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় মারাপিট করা হয়েছে এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।