কুড়িগ্রাম প্রতিনিধি :
কোভিড-১৯ প্রেক্ষাপটে কুড়িগ্রামে শিশু সুরক্ষা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। জেলা প্রশাসন ও ইউনিসেফ বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিলুফা সুলতানা, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শামসুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, ইউনিসেফ রংপুর-রাজশাহীর কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার মনজুর আহমেদ, প্লানিং এন্ড মনিটরিং অফিসার সোনিয়া আফরিন প্রমুখ।