ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশী যুবককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আটকের পর বিজিবির নিকট হস্তান্তর করেছে।
জানাগেছে খুলনা জেলার কয়রা উপজেলার তেতুলতলা চর নামক গ্রামের মোঃ ইসমাইল হোসেন সরদারের পুত্র মোঃ রুহুল আমিন ইসলাম (২৮) গত সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার পাথরডুবি ইউনিয়নের পাথরডুবি নামক গ্রামের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৬৫ নিকট দিয়ে ভারতে প্রবেশের সময় ভারতীয় ধরলা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে। আটকের পর বিএসএফের পক্ষ থেকে পাথরডুবি বিজিবির নিকট পতাকা বৈঠকের জন্য পত্র দিলে রাত ৯টা থেকে ৯.৪৫ মিনিটে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত রুহুল আমিনকে বিজিবির নিকট হস্তান্তর করে। মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করে আসামীকে থানায় সোপর্দ করে। মামলা নং ১,তারিখ ৫.১০.২০২১ ইং। ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।