রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের রৌমারীতে নিজ শয়ন কক্ষ থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামে এ ঘটনা ঘটে।উদ্ধারকৃত ওই মরদেহটি উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামের মৃত আব্দুল গণীর ছেলে আব্দুর রহিম বাদশা (৬০)।সরেজমিনে গেলে নিহতের স্ত্রী সোনাভানু (৫০) বলেন, আমার স্বামী দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগতেছেন। আজ দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ শয়ন কক্ষে ধড়নার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। এ ব্যাপারে নিহতের ছেলে সোনা মিয়া বাদী হয়ে একটি ইউডি মামলা করেছেন।