রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা ছাত্র দলের সম্পাদক বকুল মজুমদারের পিতা কেন্দ্রিয় নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল হোসেন মজুমদার গতকাল বুধবার রাতে হৃদক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না নিলাহে——রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা সন্তান নাতি নাতনী সহ অসংখ্য বন্ধু বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে মরহুমের লাশ কেন্দ্রিয় নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে মহল বাড়ী গ্রামে নিজ বাস ভবন সংলগ্ন দাফন করা হয়। তার মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মেদ,উপজেলা চেয়ারম্যান আইনুল হক,বিএনপি সম্পাদক আতাউর রহমান,প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, পীরগঞ্জ বিএনপি সভাপতি জাহিদুর রহমান,জাতীয় পাটির সভাপতি আজিজুল ইসলাম,আরজেএফ সভাপতি আনোয়ার হোসেন জীবন সহ বিএনপির নেতা কর্মিরা শোক প্রকাশ করেছেন।