লালমনিরহাট (আদিতমারী) প্রতিনিধি,
লালমনিরহাটের আদিতমারী উপজেলা জাতিয়পার্টির সকল নেতা কর্মিরা একযোগে পদত্যাগ করেছেন,(৭ অক্টোবর) দুপুরে এশিয়ান বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারির জাতিয় পার্টির পদত্যাগ করা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।এ সময় তিনি দুঃখ ভরা ক্রান্ত মনে বলেন,লালমনিরহাট জেলা জাতিয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাহিদ হাসান লিমন উপজেলা কমিটির সাথে কোনো রকম যোগাযোগ না রেখেই একক ভাবে বিভিন্ন ধরনের সিদ্ধান গ্রহন করে থাকেন।যা জাতিয় পার্টির সফলতা কে বিনষ্ট করে। এ কারনে গত ৪ তারিখ আদিতমারীতে পার্টির সভা আহ্বান করা হয় ঐ সভায় ৮ টি ইউনিয়নের সভাপতি – সম্পাদক সহ সকল নেতা কর্মিরা উপস্থিত থেকে পদত্যগের সিদ্ধান্ত নেয় এবং ঐ সিদ্ধান্ত মোতাবেক লালমনিরহাটের জাতিয়পার্টির সদস্য সচিবের মাধ্যোমে পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর পদত্যাগ পত্র দাখিল করা হয়েছে।এ বিষয়ে আদিতমারী জাতিয় পার্টির পদত্যাগ করা সভাপতি আনোয়ার হোসেন এশিয়ান বাংলা নিউজকে বলেন,অদক্ষ এবং অল্প বয়সের একজনকে জেলা কমিটির সদস্য সচিব করায় সবাই মনক্ষুন্ন হয়েছেন। জেলা সদস্য সচিবের একক সিদ্ধান্তে পার্টির সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে যাচ্ছে বলে একযোগে সব নেতা কর্মি পদত্যাগ করেছি এবং পার্টির চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র দাখিল করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন