নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরীতে গতবারের মত এবারেও করোনা আবহে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। দুগর্তিনাশিনী মাকে বরণ করে নিতে প্রস্তুত ৯০ পুজা মন্ডপ।
ইতোমধ্যে হালকা কুয়াশা, ছাতিমের ঘ্রাণ ও শুভ্র কাশবনের দোলায় ৬ অক্টোবর মহিসাসুর মর্দিনী মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে পুজার আবহ। আসলে দেবী দুর্গার কৈলাস থেকে মর্তে আগমনের আর বেশি দেরি নেই। শুরু হয়ে গেছে সাজো সাজো রব। পঞ্জিকামতে দেবী এবারে ঘোটকে আসছেন, ফিরে যাবেন দোলায়। ১১ অক্টোবর মহাসষ্ঠীতে বেদিতে বসছেন মা। ১৫ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হচ্ছে এবারের দুর্গাপুজা। পুজা উদযাপন পর্ষদের সভাপতি গোপিনাথ রায় জানান, এবারে উপজেলার ১ পৌরসভা ও ১৪ ইউনিয়নে ৯০ পুজা মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। সকল পুজা মন্ডপের কর্তৃপক্ষের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি। ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি পুজা মন্ডপ সরেজমিন ঘুরে সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেছি।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, সার্বজনীন শারদীয় এ দুর্গপুজা শান্তিপুর্নভাবে সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতা অব্যাহত থাকবে। এ বিষয়ে বৃহস্পতিবার সকল পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের নিয়ে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুজা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত মন্দিরে মন্দিরে পুলিশ ও আনছার দায়িত্ব পালন করবে। এছাড়া একাধিক মোবাইল টিম কাজ করবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম জানান, ইতোমধ্যে আমরা মন্দিরপ্রতি ৫০০ কেজি চালের সরকারি বরাদ্দ পেয়েছি। যথাসময়ে তা মন্দির কমিটির কাছে পৌছে দেয়া হবে।