কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের নামে রাজাকারদের, জঙ্গীদের, খুনিদের হালাল করার রাজনীতি বাংলাদেশে করতে দেয়া হবে না, চলবে না। বাংলাদেশের সংবিধানকে উড়িয়ে দিতে চায়, জাতির পিতাকে মানে না, ত্রিশ লাখ শহীদ মানে না, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেয় না তারা বাংলাদেশের কেউ না।
তিনি আরও বলেন, বেগম খালেদ জিয়া আপনি পাকিস্তানে চলে যান। বাংলাদেশ ভালো লাগে না থাকার দরকার কি। তিনি এখনও পাকিস্তানের ট্রেনেই অবস্থন করছেন।
এসময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়তে দেশ আজ দুই শত্রুতে আক্রান্ত। ঘরের বাইরে রাজাকার আল বদর আর ভিতরে দুর্নীতিবাজ খন্দকার মোশতাকের অনুসারীরা। তারা উই পোকার মত সরকারের উন্নয়ন খেয়ে ফেলছে।
তিনি শুক্রবার দুপুরে কুড়িগ্রাম শেখ রাসেল অডিটরিয়ামে কুড়িগ্রাম জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, আব্দুল্লাহিল কাইয়ুম, নইমুল আহসান জুয়েল, কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক এমদাদ সহ জেলা নেতৃবৃন্দ।
পরে গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ কে সভাপতি ও তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডাকে সাধারন সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন