কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউপি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার মাঝি হতে চান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ এনামুল হক সরকার।
সরেজমিনে দেখা যায় , আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এনামুল হক সরকার রাণীগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষদের দীর্ঘ দিন ধরে সাহায্য সহযোগীতা করে আসছেন। করোনা কালে তিনি অনেক পরিবারকে সহযোগীতা করে আসছেন।সোমবার রাণীগঞ্জ ইউনিয়নে বিভিন্ন এলাকা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাচ্ছে ন। এবার নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হলে রাণীগঞ্জ ইউনিয়নবাসীর উন্নয়ন ঘটবে বলে ফকিরের হাট এলাকার আমিনুল( ৭০) আতিক( ৪০) অনিল চন্দ্র (৬০) জানান।
চেয়ারম্যান প্রার্থী এনামুল হক সরকার বলেন, ‘আমি এলাকার জনগণের সুখে দুঃখের সাথী হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।’ তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছি ভোটারদের দ্বারে দ্বারে।
তিনি আরো বলেন, উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ইউনিয়নের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি খুবই আশাবাদী।