নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে উম্মে কুলসুম(৩২) নামের এক গৃহ বধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত কুলসুম উপজেলার ওয়ালিয়া বাঘপাড়ার রবিউল ইসলামের স্ত্রী এবং রাজশাহী জেলার বাঘা থানার সুলতানপুর গ্রামের মৃত আব্দুল গফুরের মেয়ে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ী ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার পারিবারিক কলহের কারনে স্বামী রবিউলের সাথে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। তারই জের ধরে স্বামীর উপর অভিমানে সোমবার দিবাগত রাতের কোন একসময় নিজ ঘরে গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কুলসুম। পরে তার স্বামী স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজনকে ডাকে এবং এলাকাবাসীসহ পুলিশে খরব দিলে মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে লালপুর থানাধীন ওয়ালিয়া ফাঁড়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যু মামলা পক্রিয়াধীন।