ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
“মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে জার্মান ভিত্তিক বেসরকারি আন্তর্জাতিক সংস্থা নেটজ, আরডিআরএস ও ব্র্যাকের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী বলেন, ‘আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করে সকলে মিলে দুর্যোগ মোকাবিলা করি।’
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।