রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জোনক আলী (৫৫) নামের এক কাঠুরের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেদবর ইউনিয়নের উত্তর বাগুয়ারচর এলাকায় এঘটনা ঘটে। জোনক আলী ওই গ্রামের মৃত সোমেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে পাশের এলাকায় এক বাড়িতে গাছের ডাল কাটার কাজে যান জোনক আলী। গাছে উঠে ডাল কাটার এক পর্যায়ে হঠাৎ ডাল ভেঙে বিদ্যুতের তারের উপড় গিয়ে পরেন। এতে বিদ্যুতায়িতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোক্তারুল ইসলাম সেলিম জানান, হাসপাতালে আনার আগে বিদ্যুতায়িত কাঠুরে জোনক আলী মারা গেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইনচার্জ বলেন, এঘটনায় কেউ কোন অভিযোগ করেনি।