– নাজমুল হুদা পারভেজ
কেমন আছ তুমি ?
বেশ ভাল আছি।
সত্যি বলছ তো?
অবাক হলাম আমি!!
কেমন ভাল আছ?
আমার পাশে বসো।
এবার কথা বলো-
চোখে জল কেন?
বলেছিতো ভাল আছি
সুখী নারীদের সাথি
হাজারে একজন আমি
সুখে তাই কাঁদি।
জীবনে যা চেয়েছি
সব কিছুই পেয়েছি।
মিথ্যে বলছ তুমি-
একথা মানিনা আমি।
চারিদিকে শোষিত জনগণ
গৃহবন্দী নারী নির্যাতন,
কঙ্কালসার কৃষক মরে
নাই খাদ্য ঘরে।
শিক্ষিতার হাতে লাকড়ি
পাওনি কোথাও চাকরি।
অভাবী সংসারের দুঃখে
পূর্ণতায় কেমনে সুখে?
পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র
চলছে অর্থনৈতিক দ্ব›দ্ব।
গণতন্ত্রের ছত্র ছায়ায়
অনেকে কোটিপতি বনেযায়।
বিপর্যস্ত আজ মানবতা
আছে প্রতিবাদী কথা
আন্দোলন হয় বেচাকেনা
একথাও সাবারই জানা।
রুপ যৌবন বিক্রিকরে
অর্থ- ক্ষমতা ধরে,
প্রাসাদে মদের আড্ডা
সখিনারা অনাহারে মরে।
এরপরও ভাল আছ
কেন মিথ্যে প্রবঞ্চনা ?
তবে প্রশ্ন কর কেন
সবিতো তোমার জানা।
আমি ভালো নেই
তুমি ভালো নেই
ভাল থাকার অভিনয়ে
জীবনটা যাচ্ছে ক্ষয়ে।