ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ- ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সুমন দাস।
এসময় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফিয়া সারমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শোয়েবুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ও আরো অনেকে।