সান্ধ্য কবি সুলতানা রাজিয়া।
নব বসন্তের নব কুসুম বিস্তীর্ণ সোনালী সকালের শুভ ক্ষণ,
হৃদয় উজার করা অভিনন্দন-অভিনন্দন।
অনবদ্য সৌন্দর্যের ফুল্ল আবেশে ;
হয়ে উঠেছে প্রাণ চঞ্চল,
অপরিসীম আনন্দে জানাই অভিনন্দন-অভিনন্দন।
তোমার দূর্লভ সান্ন্যিধে আবেগ আপ্লুত হয়ে উদ্বেলিত,
এ শুভ সুন্দর ক্ষণ; বহুদিনের বহু প্রতীক্ষিত।
হৃদয় মাঝে প্রবাহিত হচ্ছে আনন্দের হিল্লোলে গীত,
সবুজ কিশালয় শান্ত স্নিগ্ধ পৃথিবী এক পর জীবনের ইঙ্গিত।
সুনির্মল বাতাশে মৃদু গন্ধ ছড়িয়ে আকুল করা শুভক্ষণ,
আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই অভিনন্দন-অভিনন্দন।
বর্ষাস্নত শ্রাবণের বাদলাদিন পেরিয়ে এলো শরৎ,
হে অতিথি! আমার হৃদয় নিংড়ানো ভালবাসা অবিরত-অবিরত।