কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী ডিগ্রী কলেজ জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ মিছিল করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কলেজ চত্বর থেকে শিক্ষক-কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ঢাক-ঢোল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে গিয়ে আলোচনাসভা করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন মন্ডলের সভাপতিত্বে এ সময় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রমতুল্লাহ, পৌর মেয়ন আব্দুর রহমান মিয়া, যুবলীগ সভাপতি রওশন আলম, প্রমুখ। এছাড়াও বক্তারা শিক্ষার্থীদের প্রতি সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য ১৯৬৭ সালে নাগেশ্বরী ডিগ্রী কলেজটি প্রতিষ্টিত হয়। ২০১০ সালে রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, বাংলা, হিসাববিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্চ চালু করেন। কলেজে মোট শিক্ষার্থী সংখ্যা ৪ হাজার। শিক্ষক-কর্মচারী রয়েছে ১০৯ জন।