ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশের দেশের সর্ববৃহৎ সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সুপার শাহনুর আলমের আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল খালেক, সুপার শাহনুর আলম, দাসিয়ারছড়া আওয়ামীলীগ শাখার যুগ্ম আহ্বায়ক নুর আলম, ছাত্রলীগ নেতা জাকির সরকার সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে শেখ রাসেলসহ মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে ছাত্রছাত্রীদের মাঝে শেখ রাসেলকে নিয়ে রচনা, চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *