এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
আগুন নেভানোর কৌশল, হতাহতদের উদ্ধার ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় স্কুল এন্ড কলেজে মহড়া করেছেন খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা।
রবিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার ছাতিয়ানগড় স্কুল এন্ড কলেজ চত্বরে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার জনাব মো: তালহা বিন জসিমের নেতৃত্ব মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ঘরবাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডার সহ পেট্রোলিয়াম জাতীয় পদার্থে আগুন লাগলে, তা নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল ও পদ্ধতি উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের কৌশল শিখিয়ে দেন ফায়ার সার্ভিস সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন ছাতিয়ানগড় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন রায় ও অত্র স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।