ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভীড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শুদাস চন্দ্র (৪২) । তিনি ওই গ্রামের ভবেন চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টার দিকে নিজ বাড়ীর কদম গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন শুদাস। গাছের ডাল কাটার এক পর্যায়ে একটি ডাল হেলে গিয়ে বিদ্যুৎ এর তারের উপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।