ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় সীমান্তে লালমনিরহাট ১৫ বিজিবির শিংঝাড় বিওপির বিজিবি বিকাল ৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে ১ বোতল ফেন্সীডিল ও ১ টি মোটর সাইকেলসহ সুজন সরকার(২২) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে।
আটক সুজন সরকার নাগেশ্বরী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এবং নাগেশ্বরী পৌরসভার ভাই ভাই মোড়ের মৃত জাফর আলীর পুত্র। পরে রাতেই বিজিবির পক্ষ থেকে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের পুর্বক আটক সুজন সরকারকে থানায় সোপর্দ করা হয়,মামলা নং ১৩,তারিখ-২৮.১০.২০২১। ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান,আটককৃতকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।